ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

ভাইস প্রেসিডেন্ট ডিবেটে এগিয়ে পেন্স

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
ভাইস প্রেসিডেন্ট ডিবেটে এগিয়ে পেন্স

ঢাকা: এবার হয়ে গেলো যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিতর্ক। এ বির্তকে এগিয়ে রয়েছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মাইক পেন্স।

 

তবে কম যান না ডেমোক্র্যাট দলের হিলারী ক্লিনটনের রানিংমেট টিম কেইনও। বারবার বিতর্কে জড়িয়ে পড়া ট্রাম্পকে ‘বোকা ও উন্মাদ’ বলেও উল্লেখ করেন তিনি।  

স্থানীয় সময় মঙ্গলবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লংউড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিতর্কে দুই দলের দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী অংশ নেন।  

তবে বিশ্লেষকরা বলছেন, বিতর্কে পেন্স ভালো করেছেন। তবে তা তার প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পকে রক্ষা করার মতো নয়। এক্ষেত্রে ট্রাম্প কোন দিকে হাঁটছেন তা ভবিষ্যতই বলে দেবে।  

৯০ মিনিটের ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেটের গোড়া থেকেই হিলারি ক্লিনটনের রানিংমেট কেইন ট্রাম্পকে কঠোরভাবে আক্রমণ করেন।  

আয়কর হিসাব দাখিলে ট্রাম্পের অস্বীকার, অভিবাসন প্রশ্নে ঢালাওভাবে মেক্সিকানদের প্রতি বিষোদ্গার বিষয় নিয়ে প্রশ্ন তুলে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের যোগ্যতা নিয়েও পেন্সকে প্রশ্নবাণে জর্জরিত করেন তিনি।

তবে বারবার খেই হারিয়ে ফেললেও মোটামুটিভাবে বিতর্ক শেষ করেন পেন্স।  এসময় টিম কেইন ট্রাম্পকে অনভিজ্ঞ, অস্থিরমতি, বিশ্বরাজনীতি বিষয়ে স্বল্পজ্ঞানসম্পন্ন বলেও উল্লেখ করেন।  

সম্প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে ট্রাম্পের বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।  

তবে এর জবাবে পেন্স তেমন কোনো মন্তব্য না করলেও পুতিনের সমালোচনা করেছেন। তিনি বলেন, রাশিয়ার আক্রমণাত্মক প্ররোচনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে কঠোর ব্যবস্থা নিতে হবে।  

নারী ও অভিবাসন প্রশ্নে ট্রাম্পের বক্তব্য তুলে ধরলে পেন্স কেইনের বক্তব্য এড়িয়ে গিয়ে হিলারির সমালোচনায় মত্ত হন। তবে একপর্যায়ে ট্রাম্প ‘পরিশীলিত’ রাজনীতিক নন বলে স্বীকার করেন তিনি।  

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।